চেহারার পাশাপাশি শরীরকে ফর্সা করার ঘরোয়া ফেসপ্যাক। মাত্র 10 মিনিটে শরীর ফর্সা করার কার্যকরী কিছু উপায়

আমরা আমাদের চেহারার ত্বকের যেভাবে যত্ন নেই, আমাদের শরীরের অন্যান্য অংশের ত্বকের সেভাবে যত্ন নেয়া হয় না. যার ফলে চেহারার সাথে আমাদের শরীরের অন্যান্য অংশের ত্বকের  অসামঞ্জস্যতা দেখা দেয়। যার ফলে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিব্রতকর অবস্থার সম্মুখীন হতে হয়েছে। তবে বিভিন্ন ধরনের প্রাকৃতিক কিছু উপাদান দিয়ে তৈরি ঘরোয়া ফেসপ্যাকের সাহায্যে চেহারার পাশাপাশি শরীরেকে ফর্সা এবং উজ্জ্বল করে তোলা যায়। সুপ্রিয় বন্ধুরা সেইসব ঘরোয়া প্রাকৃতিক ফেসপ্যাকের বিস্তারিত আলোচনা নিয়েই আমাদের এই আলোচনাটি সাজানো হয়েছে। তাহলে চলুন দেখে নেয়া যাক চেহারার পাশাপাশি শরীরকে ফর্সা করার জন্য অত্যন্ত কার্যকরী কিছু ফেসপ্যাক।

চেহারার পাশাপাশি শরীরকে ফর্সা করার ঘরোয়া ফেসপ্যাক সমূহঃ

বেসনের ফেসপ্যাকঃ

শরীরের বিভিন্ন অংশের ত্বককে ফর্সা করে তোলার জন্য বেসনের স্ক্রাবার অত্যন্ত কার্যকরী।

আধা কাপ বেসন।

2 চা চামচ কাঁচা হলুদ।

এবং পরিমাণমতো কাঁচা তরল দুধ।

আপনি আপনার প্রয়োজন মত উপকরণসমূহ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন।

উপাদানসমূহ ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ঘন মিশ্রন তৈরী করে বেসনের স্ক্রাবার তৈরি করে নিন।

এরপর আপনার প্রয়োজন মত হাত-পায়ের ত্বক কিংবা শরীরের বিভিন্ন অংশে স্ক্রাবার টি লাগিয়ে নিন।

কিছু সময় মেসেজ করে 15 মিনিট পর ধুয়ে ফেলুন।

গোসলের পূর্বে বেসনের ফেসপ্যাক লাগালে ভালো ফল পাবেন।

মুলতানি মাটির ফেসপ্যাকঃ

চেহারার ত্বকের পাশাপাশি শরীরের বিভিন্ন অঙ্গের ত্বককে উজ্জ্বল ফর্সা এবং চকচকে করতে মুলতানি মাটির ফেসপ্যাক অত্যন্ত কার্যকরী।

2 টেবিল চামচ মুলতানি মাটি।

1 চা চামচ মধু।

1 চা চামচ কাঁচা হলুদের গুড়ো।

পরিমাণ মতো গোলাপজল।

ভালভাবে উপকরণ সমূহ মিশিয়ে নিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন।

লেবুর রসের ফেসপ্যাকঃ

ত্বক থেকে ময়লা, কালো দাগ দূর করে ত্বক কে উজ্জ্বল ও ফর্সা করতে লেবুর রস প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। তাই শরীরকে চেহারার ত্বকের মতো ফর্সা ও উজ্জ্বল করতে লেবুর রসের ফেসপ্যাক খুবই উপকারী।

2 টেবিল চামচ লেবুর রস।

2 চা চামচ এলোভেরা জেল।

এক চা চামচ মধু।

এক চা চামচ গুঁড়ো দুধ।

উপকরণ গুলো ভালভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন শরীরের ত্বক ফর্সা করার জন্য অত্যন্ত কার্যকরী। লেবুর রসের ফেসপ্যাকটি।

আলমন্ড অয়েলের ফেসপ্যাকঃ

আমাদের শরীরের ত্বকের বিভিন্ন ধরনের দাগ দূর করে উজ্জ্বল ও ফর্সা করে তুলতে আমন্ড অয়েলের অত্যন্ত কার্যকরী। আমাদের শরীরের ত্বককে চেহারার মতই কোমল, মসৃণ এবং আকর্ষনীয় করে তুলতে সাহায্য করে।

2 চা চামচ আমন্ড অয়েল।

2 চা চামচ এলোভেরা জেল।

1 চা চামচ লেবুর রস।

ভালোভাবে মিশিয়ে আমন্ডের ফেসপ্যাকটি তৈরি করে নিন।

শসার ফেসপ্যাকঃ

শসা দিয়ে তৈরি স্ক্রাবার আমাদের শরীরের ত্বক কে অত্যন্ত, কোমল, মসৃণ এবং আকর্ষণীয় করে তোলে সেই সাথে ত্বক কে গভীর থেকে উজ্জ্বল করে তোলে।

আধা কাপ শসার পেস্ট।

দুই চা চামচ বেসন।

আধা চা-চামচ কাঁচা হলুদের গুড়া।

পরিমাণমতো গোলাপজল।

উপকরণসমূহ একটি পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে তৈরি করে নিন শসার অত্যন্ত কার্যকরী ফেসপ্যাক ।

চন্দন পাউডার এর ফেসপ্যাকঃ

শরীরের যে কোন অংশের ত্বক কে অতিমাত্রায় উজ্জ্বল এবং  ফর্সা করে তুলতে চন্দন পাউডার অত্যন্ত উপকারী।

2 টেবিল চামচ চন্দন পাউডার।

2 চা চামচ অ্যালোভেরার জেল।

1 চা চামচ মধু।

পরিমাণ মতো তরল দুধ।

উপকরণ গুলি ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন অত্যন্ত কার্যকরী চন্দন পাউডার এর ফেসপ্যাক।

অ্যালোভেরার ফেসপ্যাকঃ

অ্যালোভেরার জেল শুধুমাত্র আমাদের শরীরের ত্বক উজ্জ্বল এবং ফর্সা করে না বরং মৃত কোষ দূর করে শরীরের ত্বক  কে আরও সতেজ করে তোলে। এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া সমূহ দূর করে ত্বককে সুস্থ রাখে।

আধা কাপ এলোভেরা জেল।

একটি পাকা টমেটো পেস্ট।

2 চা চামচ চালের গুঁড়া।

পরিমান মত গোলাপজল।

উপাদান গুলো ভালভাবে মিশিয়ে তৈরি করে নিন অত্যন্ত কার্যকরী অ্যালোভেরার ফেসপ্যাক ।

আলুর ফেসপ্যাকঃ

শরীরের  ত্বক কে কোমল করতে এবং স্থায়ীভাবে উজ্জ্বল ও ফর্সা করতে আলুর ফেসপ্যাক অত্যন্ত উপকারী।

দুটি চামড়া ছিলানো বড় আলোর পেস্ট।

একটা চামচ মধু।

2 টেবিল চামচ শশার রস।

এক চা চামচ  চন্দন।

পরিমাণ মতো তরল দুধ।

মিশ্রন গুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে ঘন মিশ্রণ তৈরী করে অত্যন্ত কার্যকরী আলুর ফেসপ্যাক টি তৈরি করে নিন।

চেহারার ত্বকের মত শরীরের ত্বক উজ্জ্বল ও ফর্সা করতে ফেসপ্যাক এর ব্যবহার পদ্ধতিঃ

পরিষ্কার তোলা অথবা ব্রাশের সাহায্যে শরীরের নির্ধারিত অংশ মিশ্রন ফেসপ্যাক গুলো ভালভাবে লাগিয়ে নিন।

তিন থেকে পাঁচ মিনিট আলতো ভাবে ম্যাসাজ করুন।

15 থেকে 20 মিনিট শুকানোর জন্য সময় দিন।

শুকিয়ে গেলে ঠাণ্ডা জলে ফেসপ্যাক ধুয়ে নিন অথবা গোসল করে নিন।

বিশেষ দ্রষ্টব্যঃ

ফেসপ্যাক এর কোন উপকরণ আপনার ত্বকের জন্য এলার্জিক হলে তা ব্যবহার করবেন না।

ফেসপ্যাক লাগিয়ে রোদে এবং ধুলাবালি যুক্ত স্থানে যাবেন না।

শিশুদের ত্বকে ফেসপ্যাক ব্যবহার করবেন না।

সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘরে বসে শরীরের ত্বক কে চেহারার মত উজ্জ্বল এবং ফর্সা করতে আমাদের নির্দেশনা অনুসরণ করে ফেসপ্যাক সমূহ ব্যবহার করুন।

 

Leave a Comment