নারকেল তৈল দিয়ে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করার উপায়

নারকেল তৈল দিয়ে আমরা চুলের যত্ন নিয়ে থাকি । তবে আমরা অনেকেই জানিনা নারকেল তৈল দিয়ে খুব ধারুনভাবে ত্বকের যত্ন নেওয়া যায় ।

নারকেল তৈল দিয়ে ত্বকের যত্ন নিলে ত্বক হয়ে ওঠে মুলায়েম ও সুন্দর ।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নারকেল তৈল দিয়ে ত্বকের যত্ন নিয়ে ত্বকের দাগ দূর করে ত্বককে ফর্সা করতে পারবেন ।

নারিকেল তেল এবং লেবুর রসের ফেইসপ্যাকঃ

উপকরণ সমূহঃ

1 টেবিল চামচ নারিকেল তেল।

আধা চা চামচ লেবুর রস।

আধা চা-চামচ কাঁচা হলুদের গুঁড়া।

এবং 1 চা চামচ মধু।

 

ফেস প্যাক তৈরির প্রক্রিয়াঃ

একটি পরিষ্কার পাত্রে সবগুলো উপকরণ পরিমাণ মতো নিয়ে ভালোভাবে গুলিয়ে তৈরি করে নিন ত্বকের যত্নে নারিকেল তেলের অত্যন্ত কার্যকরী একটি ফেসপ্যাক।

 

ত্বকে নারিকেল তেলের ফেইস প্যাকটি ব্যবহার প্রক্রিয়াঃ

প্রথমে ক্লিনজার বা ফেসওয়াশ দিয়ে মুখ ভালো ভাবে ধুয়ে নিন।

পরিষ্কার তোলা অথবা কাপড়ের সাহায্যে সম্পূর্ণ মুখে নারিকেল তেলের ফেসপ্যাকটি ভালোভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।

5 থেকে 7 মিনিট এবং এন্টি ক্লক স্টাইলে ঘুরিয়ে ঘুরিয়ে ত্বকের ওপরে আলতো ভাবে ম্যাসাজ করু।

20 থেকে পঁচিশ মিনিট সময় দিন।

সম্পূর্ণ শুকিয়ে গেলে প্রচুর পরিমাণ জলের ঝাপটায়  মুখ ভালো ভাবে ধুয়ে নিন।

 

ত্বকের যত্নে ফেসপ্যাক টির উপকারিতাঃ

ত্বকের অতিরিক্ত তেল তালে ভাব এবং অতিরিক্ত শুষ্ক ভাব সম্পূর্ণ রূপে দূর করবে।

ত্বকের মৃত কোষ সমূহ দূর করবে।

ত্বক কে সব সময় সজীব এবং সতেজ থাকবে।

ত্বক কে গভীর থেকে উজ্জ্বল ফর্সা ও আকর্ষণীয় করে তুলবে।

ত্বকের লালচে ভাব দূর করবে।

ত্বকের ব্লাড সেল এ রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি করবে।

 

Leave a Comment