ত্বকের দাগ দূর করে ত্বক ফর্সা করতে এলোভেরার ফেসপ্যাক

অ্যালোভেরা এমন একটি প্রাকৃতিক উপাদান যার কদর প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত একটুও কমেনি। এটি ত্বকে ব্যবহারের ফলে ত্বক হয় অতি নমনীয় কোমল সুন্দর এবং ফর্সা। অ্যালোভেরা ত্বকে ব্যবহার করলে ত্বকের সমস্ত দাগ দূর হয়ে যায় এবং ত্বক হয়ে ওঠে দাগহীন।

তাই সকল নারী তার রুপচর্চায় অ্যালোভেরার ব্যবহার করে থাকেন। আর অ্যালোভেরার সাথে যদি আরো কয়েকটি প্রাকৃতিক উপাদান মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন তাহলে ত্বক আরো বেশি সুন্দর ফর্সা উজ্জ্বল এবং দাগহীন হয়ে উঠবে।

বন্ধুরা আজ আমি আপনাদের সাথেই অ্যালোভেরার সাহায্যে তৈরি এমন কয়েকটি ফেসপ্যাক শেয়ার করব যা ত্বকের দাগ দূর করে দিবে ত্বক হতে বয়সের ছাপ দূর করে ত্বককে উজ্জ্বল ফর্সা এবং করে তুলবে।

এ ফেসপ্যাক গুলোর মধ্যে হতে আপনারা উপাদানের শজ লভ্যতার কথা বিবেচনা করে যে কোন ফেইসপ্যাকটি ব্যবহার করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে পারবেন।

তাহলে চলুন অ্যালোভেরা ফেসপ্যাক গুলো কিভাবে তৈরি করতে হবে এবং এর ব্যবহারের সঠিক নিয়ম জেনে নিন

 অ্যালোভেরার ফেসপ্যাক-১

অ্যালোভেরা এবং অ্যাভোকাডোঃ

2 চা চামচ অ্যালোভেরার জেল।

একটি অর্ধেক অ্যাভোকাডো ফলের পেস্ট।

2 চা চামচ শশার রস।

1 চা চামচ মধু।

ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অ্যালোভেরার মিশ্রণটি।

অ্যালোভেরার ফেসপ্যাক-১

অ্যালোভেরা এবং মুলতানি মাটিঃ

2 চা চামচ এলোভেরা জেল।

1 চা চামচ মুলতানি মাটি।

একটি ভিটামিন ই ক্যাপসুল।

পরিমাণমতো গোলাপজল।

উপকরণ গুলো ভালভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন এলোভেরার এর মিশ্রণ।

অ্যালোভেরার ফেসপ্যাক-২

অ্যালোভেরা এবং চন্দনঃ

রাতে এই অ্যালোভেরার মিশ্রণ টি ব্যবহারে আপনার ত্বক দ্রুত সময়ে স্থায়ীভাবে অতিমাত্রায় উজ্জ্বল ও ফর্সা হয়ে উঠবে।

2 চা চামচ এলোভেরা জেল।

1 চা চামচ চন্দন পাউডার।

আধা চা চামচ হলুদের গুঁড়া।

1 চা চামচ পাকা টমেটোর রস।

এবং পরিমাণ মতো কাচা তরল দুধ দিয়ে ভালভাবে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করে নিন।

ফর্সা ও উজ্জ্বল ত্বক প্রাপ্তিতে রাতে এলোভেরা ব্যবহারের পদ্ধতিঃ

প্রথমে আপনার ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিন।

কাচা তরল দুধ কিংবা গোলাপ জল দিয়ে মুখ পরিষ্কার করে নিলে ভালো হয়।

এরপর পরিষ্কার তোলা অথবা মুখের ব্রাশের সাহায্যে অ্যালোভেরার মিশ্রন সম্পূর্ণ মুখে স্ক্রাব করে লাগিয়ে নিন।

5 থেকে 7 মিনিট আলতো ভাবে ম্যাসাজ করুন।

শুকানোর জন্য 15 থেকে 20 মিনিট সময় দিন।

মিশ্রণটি সম্পূর্ণ শুকিয়ে গেলে কুসুম গরম জল অথবা গোলাপজলে তুলো ভিজিয়ে ঘষে ঘষে তুলে নিন।

সবশেষে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।

রাতে ত্বকে এলোভেরা ব্যবহারের উপকারিতাঃ

এলোভেরার এই মিশ্রণ সমূহ রাতে নিয়মিত ব্যবহার করলে আপনার ত্বক  রাতারাতি উজ্জ্বল এবং ফর্সা হয়ে উঠবে।

ত্বকের বিভিন্ন ধরনের দাগ, ব্রণের দাগ, সান বার্ন দূর হবে।

ত্বক অতিমাত্রায় কোমল মসৃণ এবং আকর্ষণীয় হয়ে উঠবে।

ত্বকের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর হবে।

ত্বক সুস্থ এবং সতেজ থাকবে।

আমাদের নির্দেশিত পন্থা অনুসরণ করে দ্রুত সময়ে ত্বক উজ্জ্বল এবং ফর্সা করে নিন  রাতে এলোভেরার মিশ্রন ব্যবহারের মাধ্যমে। মিশ্রন গুলি সম্পূর্ণ প্রাকৃতিক এবং ঘরে বসেই করা যায় বলে এর কোন পার্শপ্রতিক্রিয়ার সম্ভাবনা থাকে না।

 

Leave a Comment