আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা জানেন না রাতে আমাদের ত্বকের কোষগুলো সারাদিনের রোদেপোড়া, ধুলাবালি, দূষণ, শুষ্কতা ইত্যাদি দূর করার জন্য বেশি কাজ করে। তাই রাতের বেলা কোষের জন্য এক্সট্রা শক্তি যোগাতে নাইট ক্রিম অত্যন্ত কার্যকরী। এছাড়াও ত্বকের দাগ দূর করে ত্বককে উজ্জ্বল কোমল মসৃণ ও ফর্সা করতে নাইট ক্রিম অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। তবে বাজারে কেমিক্যালযুক্ত প্রসাধনীর কোনটি আসল-নকল তা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। তাই সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘরে বসেই তৈরি করে নিন নাইট ক্রিম এবং নিজেদেরকে গড়ে তুলুন উজ্জ্বল ও ফর্সা। হ্যা বন্ধুরা আমাদের এই আলোচনাটি সাজিয়েছি দু’টি অত্যন্ত কার্যকরী ক্রিম নিয়ে যা ত্বকের সব ধরনের দাগ দূর করে ত্বককে ফর্সা করে তুলবে। তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক অত্যন্ত কার্যকরী নাইট ক্রিম সমূহ।
ত্বকের সব রকমের দাগ দূর করতে এবং ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে অত্যন্ত কার্যকরী নাইট ক্রিম সমূহঃ
অ্যাপল নাইট ক্রিমঃ
ত্বকে বিদ্যমান বিভিন্ন দাগ দূর করতে এবং ত্বক কে অতিমাত্রায় উজ্জ্বল ও ফর্সা করতে অ্যাপল এর নাইট ক্রিম অত্যন্ত কার্যকরী।
উপকরণ সমূহঃ
একটি বড় আপেলের পেস্ট।
2 চা চামচ শশার রস।
আধা চা চামচ হলুদ গুড়া।
একটি ভিটামিন ই ক্যাপসুল।
1 চা চামচ মধু।
সবগুলো উপকরণ একটি পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তৈরি করে নিন অ্যাপল এর অত্যন্ত কার্যকরী একটি নাইট ক্রিম।
এলোভেরার নাইট ক্রিমঃ
এলোভেরা নাইট ক্রিম প্রায় সব ধরনের ত্বকের জন্যই উপযোগী এটি ত্বকের দাগ দূর করে। ত্বক কে উজ্জ্বল ও ফর্সা করে এবং বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা করে।
2 চা চামচ এলোভেরা জেল।
একটি চামড়া ছিলানো আলোর পেস্ট।
2 চা চামচ বিটরুট এর রহস্য।
আধা চা-চামচ কাঁচা হলুদের গুড়া।
1 চা চামচ অলিভ অয়েল।
পরিমান মত কাঁচা তরল দুধ।
সবগুলো উপকরণ একটি পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে অ্যালোভেরার অত্যন্ত কার্যকরী একটি নাইট ক্রিম।
ত্বকে নাইট ক্রিম গুলো ব্যবহারের পদ্ধতিঃ
রাতে শুতে যাওয়ার পূর্বে প্রথমেই আপনার ত্বক ভালোভাবে পরিষ্কার করে নিন।
ত্বক পরিষ্কার করার জন্য একটি লেবু স্লাইস করে কেটে নিয়ে এক আধা চা-চামচ মধু দিয়ে ঘষে ঘষে ভালোভাবে পরিষ্কার করে নিতে পারেন।
যাদের ত্বক অত্যন্ত সেনসিটিভ তারা লেবুর পরিবর্তে টমেটো ব্যবহার করবেন।
আপনার ত্বকের জন্য উপযোগী যেকোনো ক্লিনজার ফেসওয়াশ ব্যবহার করতে পারেন।
এরপর পরিষ্কার তুলা অথবা মুখের ব্রাশের সাহায্যে সম্পূর্ণ মিশ্রন ত্বকে ভালভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।
5 থেকে 7 মিনিট ক্লক এবং এন্টি ক্লক স্টাইলে ঘুরিয়ে ঘুরিয়ে আলতোভাবে মাসাজ করুন।
15 থেকে 20 মিনিট শুকানোর জন্য সময় দিন।
এরপর শুয়ে পড়ুন।
সারারাত নাইট ক্রিমের বিদ্যমান উপাদান আপনার ত্বকের গভীরে গিয়ে ত্বকের কোষে পুষ্টি যোগাবে।
সকালে উঠে ঠান্ডা জলে মুখ পরিষ্কার করে নিন।
ত্বকে নাইট ক্রিম দুটি ব্যবহারের উপকারিতাঃ
ত্বকের ব্রণ এবং ব্রণের দাগ দূর করবে।
বলিরেখা এবং বুড়িয়ে যাওয়া ভাব দূর করবে।
কালো ছোপ ছোপ দাগ, সান বার্ন দূর করবে।
ব্ল্যাকহেডস দূর করবে।
ত্বককে অতিমাত্রায় উজ্জ্বল এবং ফর্সা করে তুলবে।
ত্বকের মৃত কোষ সমূহ দূর করে বিদ্যমান কোষগুলো সতেজ রাখবে।
ত্বকের কোষের রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি করবে।
ত্বকের ক্ষতিকারক ব্যাকটেরিয়া সমূহ দূর করে ত্বকর চুলকানি, ফুসকুড়ি এবং বিভিন্ন ধরনের সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করবে।
ত্বককে কোমল মসৃণ এবং আকর্ষণীয় করে তুলবে।
বিশেষ দ্রষ্টব্যঃ
নাইট ক্রিম গুলোতে বিদ্যমান প্রায় সমস্ত উপকরণ ভেষজ উদ্ভিদের দোকান এবং প্রসাধনীর দোকানে পাওয়া যাবে।
নাইট ক্রিম গুলোতে বিদ্যমান কোন উপকরণ আপনার ত্বকের জন্য এলার্জিক হলে তা ব্যবহার করবেন না।
নাইট ক্রিম লাগিয়ে গরম স্থানে এবং ধুলাবালি যুক্ত স্থানে যাবেন না।
সকালে ত্বক ধুয়ে নেয়ার পর অবশ্যই ত্বক ময়েশ্চারাইজ করে নিবেন।
যাঁদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত তাঁরা অলিভ অয়েল ব্যবহার করবেন না।
দ্রুত সময়ে দাগমুক্ত, উজ্জ্বল এবং ফর্সা ত্বকের জন্য সম্পূর্ণ প্রাকৃতিক ভাবে ঘরোয়া পরিবেশে নাইট ক্রিম সমূহ তৈরি করে ত্বকের যত্ন নিন। নিজের ত্বককে করে তুলুন আকর্ষণীয়,সতেজ, কোমল,মসৃণ ও উজ্জ্বল এবং সুস্থ।
ধন্যবাদ।