ত্বকের দাগ দূর করে ত্বককে ফর্সা করতে ৫ টি ঘরোয়া স্ক্রাব

ত্বকে স্ক্রাব করলে  ত্বক হতে মৃতকোষ উঠে যায় এবং ত্বকে ধীরে ধীরে নিজের হারানো উজ্জ্বলতা ফিরে পায় এবং এটি ব্যবহার করার ফলে ত্বক ফর্সা হয়ে ওঠে।

বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে ত্বকের উপযোগী এমন কয়েকটি স্ক্রাবার শেয়ার করছি যার সাহায্যে আপনারা ত্বককে স্ক্রাব করে ত্বক ক্ষতি মৃতকোষ দূর করতে পারবেন ত্বকের দাগ দূর করতে পারবেন এবং ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে পারবেন। তাহলে চলুন ত্বকে দাগ ছোপ দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করার জন্য ত্বকের উপযোগী অত্যন্ত কার্যকরী কিছু স্ক্রাবার কিভাবে তৈরি করতে হবে তা দেখে নিনমুলতানি মাটির স্ক্রাবারঃ

মুলতানি মাটি তে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ উপাদান এবং  প্রচুর পরিমাণে খনিজ চুন যা আমাদের শরীরের ত্বক উজ্জ্বল ও ফর্সা করে তুলতে অত্যন্ত সহায়ক।

2 টেবিল চামচ মুলতানি মাটি।

1 চা চামচ মধু।

একটি অর্ধেক পাকা টমেটো পেস্ট।

আধা চা চামচ হলুদের গুঁড়া।

পরিমাণমতো গোলাপ জল।

উপকরণ গুলো ভালভাবে কিছু সময় মিশিয়ে নিয়ে তৈরি করে নিন মুলতানি মাটির অত্যন্ত কার্যকরী স্ক্রাবার।

চন্দনের স্ক্রাবারঃ

চন্দনে রয়েছে আমাদের ত্বক কে স্থায়ীভাবে উজ্জ্বল, ফর্সা, কোমল এবং মসৃণ করে তোলার অনন্য প্রাকৃতিক উপাদান। যা আমাদের শরীরের ত্বকের সমানভাবে প্রভাব বিস্তার করে শরীরের ত্বক কে ফর্সা করে তোলে।

2 টেবিল চামচ চন্দন পাউডার।

2 চা চামচ বিটরুটের রস।

1 চা চামচ মধু।

1 চা চামচ লেবুর রস।

পরিমান মত কাঁচা তরল দুধ।

উপকরণ গুলো ভালভাবে মিশিয়ে নিয়ে ঘন মিশ্রণ তৈরী করে নিন।

শসার স্ক্রাবারঃ

সেনসিটিভ ত্বকের যত্নে শশা অত্যন্ত কার্যকরী। শরীরের ত্বকের অতিরিক্ত সেনসিটিভনেস্ দূর করে ত্বকের মলিন ভাব দূর করে ত্বককে উজ্জ্বল ও ফর্সা করে তুলতে শসার স্ক্রাবার অত্যন্ত কার্যকরী।

আধা কাপ শসার পেস্ট।

2 চা চামচ এলোভেরা জেল।

দুই চা চামচ চালের গুঁড়া।

আধা চা-চামচ কাঁচা হলুদের গুড়া।

পরিমাণমতো গোলাপজল।

উপকরণ গুলো ভালভাবে মিশিয়ে নিয়ে  ঘন মিশ্রণ তৈরী করে নিন।

চায়ের লিকারের স্ক্রাবারঃ

চায়ের লিকারে বিদ্যমান উপাদান শরীরের ত্বক ফর্সা করে তুলতে সাহায্য করে।

2 চা চামচ চায়ের লিকার।

1 চা চামচ ময়দা।

1 চা চামচ অলিভ অয়েল।

উপকরণ গুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে চায়ের লিকারের কার্যকরী স্ক্রাব তৈরি করে নিন।

আলুর স্ক্রাবারঃ

আলুতে বিদ্যমান প্রচুর পরিমাণে পটাশিয়াম, জিংক এবং ভিটামিন  চেহারার ত্বক কে ফর্সা ও উজ্জ্বল করার পাশাপাশি শরীরের ত্বক উজ্জ্বল এবং ফর্সা করতে সক্ষম।

দুটি চামড়া ছিলানো বড় আলুর পেস্ট।

1 চা চামচ লেবুর রস।

1 চা চামচ মধু।

এক চা-চামচ বেসন।

উপকরণ গুলো ভালভাবে মিশিয়ে নিয়ে আলুর স্ক্রাবারের ঘন একটি মিশ্রণ তৈরী করে নিন।

 

Leave a Comment