বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি ময়দার রেমেডি শেয়ার করব যা ত্বককে সবচেয়ে দ্রুত উজ্জ্বল ও গ্লোয়িং বানানোর জন্য স্কিন ফেয়ারনেস মাস্ক। যেটি ব্যবহার করলে আপনারা একই সাথে দু’রকম বেনিফিট পাবেন। প্রথমত এই মাস্কটি আপনার স্কিনের সকল দাগকে দূর করে দিবে। দ্বিতীয়টি হল এটি আপনার ত্বককে দুর্দান্তভাবে ফর্সা করে দিবে।
তাছাড়াও এটি ত্বকের ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস এবং ফেসিয়াল হেয়ারকে ও দূর করে দিবে। তার সাথে সাথে এই পিলঅফ মাস্কটি আপনার ত্বককে করে দিবে ধবধবে কাচের মতো ফর্সা,আর যা আমি আপনাদেরকে এই পোস্টে দেখাবো।
বন্ধুরা ,কিভাবে পিলঅফ মাস্ক ত্বককে উজ্জ্বল , ফর্সা ও গ্লোয়িং করে , তা জানার জন্য এই পোস্টটি শেষ পর্যন্ত পড়ে নিন।
দ্রুত উজ্জ্বল এবং ফর্সা ত্বক পাওয়ার জন্যই ময়দার রেমেডি ত্বকে ব্যবহারের জন্য আপনাকে দুটি ধাপ অতিক্রম করতে হবে। নিম্নে ধাপ সমূহ আলোচনা করা হলো।
প্রথম ধাপঃ
ময়দা রেমেডি এর প্রথম ধাপটি হচ্ছে ত্বক ম্যাসাজ করা। তবে প্রথমেই আপনাকে ময়দা দিয়ে তৈরি একটি প্যাক তৈরি করে নিতে হবে।
যেভাবে প্যাক তৈরি করবেনঃ
2 চা চামচ ময়দা।
2 টেবিল চামচ শশার রস।
1 চা চামচ মধু।
তিন থেকে চার ফোঁটা লেবুর রস।
উপাদানসমূহ ভালোভাবে মিশিয়ে নিয়ে ময়দার প্যাক তৈরি করে নিন। পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে নিয়ে মিশ্রণটি তোলা অথবা ব্রাশ দিয়ে সম্পূর্ণ মুখে লাগিয়ে নিন।
তিন থেকে পাঁচ মিনিট আলতোভাবে সমস্ত মুখে ক্লক এবং এন্টি ক্লক স্টাইলে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করুন।
সবশেষে গোলাপ জল দিয়ে মুখ ধুয়ে নিন।
দ্বিতীয় ধাপঃ
ময়দা রেমেডির দ্বিতীয় ধাপে আপনাকে প্রথমেই ময়দার রেমেডি তৈরি করে নিতে হবে। ময়দার রেমেডি তৈরি করতে যে সকল উপকরণসমূহ লাগবেঃ
২ চামচ ময়দা
২ চামচ চন্দন পাউডার।
১-চামচ অ্যালোভেরার জেল।
১ চামচ বিটরুটের রস ও
পরিমাণমতো গোলাপজল।
সমস্ত উপকরণ একটি পরিষ্কার পাত্রে নিয়ে পরিমাণমতো গোলাপজল মিশিয়ে ময়দা রেমেড়ির ঘন একটি মিশ্রণ তৈরী করে নিন।
ব্যবহার পদ্ধতিঃ
প্রথম ধাপ ভালোভাবে সম্পন্ন করার পর তোলা এবং মুখের ব্রাশের সাহায্যে আপনার ত্বকে ময়দার রেমেড়ি টি ভালভাবে লাগিয়ে নিন।
7 থেকে 10 মিনিট ভালোভাবে স্ক্রাব করে নিন।
রেমেডি টি শুকানোর জন্য 20 থেকে 25 মিনিট অপেক্ষা করুন।
মিশ্রণটি সম্পূর্ণ শুকিয়ে গেলে কুসুম গরম জলে তুলা ভিজিয়ে আস্তে আস্তে ঘষে ঘষে মিশ্রণ টি তুলে নিন।
এরপর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।
সবশেষে আপনার ত্বকের জন্য উপযোগী ময়েশ্চারাইজার ক্রিম লাগিয়ে নিন।
একটি লেবু স্লাইস করে কেটে নিয়ে তাতে আধা চা চামচ চিনি দিয়ে ভালোভাবে ঘষে ঘষে মুখ পরিষ্কার করে নিন।এবং ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
2 চা চামচ ময়দার সাথে একটি পাকা টমেটো পেস্ট করে নিয়ে মুখে লাগিয়ে স্ক্রাব করে মুখ পরিষ্কার করে নিন। এবং গোলাপ জল দিয়ে মুখ ধুয়ে নিন।
কাঁচা তরল দুধ দিয়ে মুখ ধুয়ে নিতে পারেন।
ত্বকের দাগ দূর করে ত্বককে ফর্সা করতে নিয়মিত এই রেমেড়িটি ব্যবহার করুন ।
কাজ করার কারণঃ
ময়দাঃ
ময়দাতে রয়েছে Cleansing প্রোপার্টি যা ত্বক হতে বয়সের ছাপ ,বলিরেখা ও ত্বকের সমস্ত কালো রং ও কাল দাগকে দূর করে দিয়ে ত্বককে নিমিশেই ফর্সা করে তুলে ।
চন্দন পাউডারঃ
প্রাচিনকাল থেকে রূপচর্চার জন্য চন্দন পাউডার ব্যবহৃত হয়ে আসছে। সারা দিনে আমাদের ত্বকে ধুলো ময়লা জমে ত্বকে নানান ধরণের সমস্যার সৃষ্টি হয়। আর ত্বক হতে এসকল সমস্যাকে দূর করে ত্বককে খুব দ্রুত মসৃণ ও ফর্সা করে তুলার জন্য চন্দন পাউডার ত্বকে মধ্যে অসাধারণ কাজ করে থাকে।
এলোভেরাঃ
আলোভেরা জেলের মধ্যে রয়েছে প্রাকৃতিক ময়শ্চারাইজিং প্রোপারটি যা ত্বককে ভিতর থেকে ময়শ্চারাইজ করে ত্বককে তুলতুলে নরম ও মুলায়েম রাখে।