ত্বককে ফর্সা এবং কাঁচের মত চকচকে করতে ঘরে বসেই মধু দিয়ে ফেসিয়াল করার কার্যকরী পদ্ধতি

বর্তমান সময়ে ত্বকের যত্নে ফেসিয়াল অত্যন্ত কার্যকরী এবং বহুল পরিচিত একটি বিষয়। ত্বকের যত্নে  নারী পুরুষ সকলেই বিভিন্ন পার্লারে গিয়ে বিভিন্ন ধরনের ফেসিয়াল করে থাকেন। কিন্তু আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা সময় এবং সুযোগের অভাবে পার্লারে গিয়ে ফেসিয়াল করাতে পারেন না। তাদের জন্য রয়েছে ঘরে বসেই অত্যন্ত প্রাকৃতিক উপাদান মধু দিয়ে ফেসিয়াল করার সুযোগ ।

অবাক হওয়ার কিছুই নেই বন্ধুরা। মধুতে রয়েছে এমন কিছু প্রাকৃতিক উপাদান যা আমাদের ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। ঘরে বসেই মধু দিয়ে আপনার ত্বক ফেসিয়াল করে নিলে অতি দ্রুত সময়ে আপনার ত্বক হয়ে উঠবে ফর্সা এবং কাঁচের মত চকচকে। তাই আমাদের এই আলোচনাটি সাজিয়েছি কিভাবে সম্পূর্ণ ঘরোয়া ভাবে মধু দিয়ে ফেসিয়াল করবেন তার বিস্তারিত পদ্ধতি নিয়ে।

তাহলে চলুন বন্ধুরা দেখে নেয়া যাক ত্বক কে ফর্সা এবং কাঁচের মত চকচকে করতে মধুর ফেসিয়াল করার কার্যকরী পদ্ধতি।

ত্বককে ফর্সা এবং কাঁচের মত চকচকে করতে ঘরে বসেই মধু দিয়ে ফেসিয়াল করার কার্যকরী পদ্ধতি সমূহঃ

ঘরে বসে মধু দিয়ে ফেসিয়াল করার জন্য পাঁচটি ধাপ অতিক্রম করতে হবে। নিম্নে তা বিস্তারিত আলোচনা করা হলোঃ

ক্লিনজিংঃ

দাগহীন ফর্সা এবং কাছের মতো উজ্জ্বলতা প্রাপ্তির জন্য মধুর ফেসিয়াল করার প্রথম পদক্ষেপ হচ্ছে ক্লিনজিং।

আপনি চাইলে আপনার ত্বকের জন্য উপযোগী ভালো ক্লিনজার ব্যবহার করে ত্বক পরিষ্কার করে নিতে পারেন।

কাঁচা তরল দুধের সাহায্যে মুখ ধুয়ে  পরিস্কার  করে নিতে পারেন।

অথবা সরাসরি মধু দিয়ে ভালোভাবে স্ক্রাব করে ত্বক ক্লিন করে নিতে পারেন।

উপরে উল্লেখিত ক্লিনজিং পদ্ধতি থেকে যে কোন একটি ব্যবহার করে প্রথমে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিন।

এক্সফলিয়েট বা মাসেজিংঃ

ঘরে বসে মধুর সাহায্যে ফেসিয়াল করার দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে  একটি ফেসপ্যাক এর সাহায্যে ভালোভাবে এক্সফলিয়েট করে নেয়া মাসাজ করা।

আপনার ত্বক স্বাভাবিক হলে একটা চামচ অলিভ অয়েল গরম করে তাতে 1 চা চামচ মধু এবং 1 চা চামচ অলিভ অয়েল ভালো ভাবে মিশিয়ে নিন।

ত্বক শুষ্ক হলে  ওটো মিল এর পরিবর্তে 1 চা চামচ চিনি ব্যবহার করুন।

মিশ্রণটি ভালোভাবে পেস্ট করে নিয়ে সম্পূর্ণ মুখে লাগিয়ে ঘষে ঘষে মাসাজ করে নিন অন্তত 5 থেকে 7 মিনিট।

মিশ্রণটি সাথে এক চা-চামচ লেবুর রস মিশিয়ে নিলে ভালো ফল পাবেন।

ঠান্ডা জলে মুখ পরিষ্কার করে নিন।

স্টিমিংঃ

ঘরে বসে উজ্জ্বল ফর্সা ত্বকের জন্য  মধুর ফেসিয়াল এর তৃতীয় পদক্ষেপ হচ্ছে স্টিমিং।

একটি চওড়া পাত্রে ফুটন্ত পানি নিন।

মাথার উপরে তোয়ালে চাপা দিয়ে পাত্রটির ওপরে ঝুঁকে পড়োন। যেন গরম পানির ভাপ সরাসরি আপনার মুখে লাগে। এভাবে 5 থেকে 7 মিনিট পানির ভাপ মুখে লাগান।

ময়েশ্চারাইজিংঃ

ত্বকে মাসাজিং এবং স্টিমি নেয়ার ফলে আপনার ত্বক অনেক সেনসিটিভ এবং সংবেদনশীল হয়ে উঠে। তাই মধুর ফেসিয়াল এর চতুর্থ পর্যায়ে আপনাকে ত্বক ভালোভাবে ময়েশ্চারাইজ করে নিতে হবে।

আপনার পছন্দসই ত্বকের জন্য উপযোগী যেকোনো ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।

অপরিশোধিত খাঁটি মধু ময়েশ্চারাইজার  হিসেবে অত্যন্ত কার্যকরী।

এলোভেরা জেল এর সাথে মধু মিশিয়ে ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করতে পারেন।

মধুর ফেস মাস্কঃ

ঘরে বসে মধুর ফেসিয়াল করার সম্পূর্ণ গুরুত্বপূর্ণ এবং প্রধান পদক্ষেপ কি হচ্ছে মধুর মাস্ক এপ্লাই করা।

2 টেবিল চামচ অপরিশোধিত মধু।

2 চা চামচ মুলতানি মাটি।

১ চা চামচ টক দই।

2 চা চামচ  অ্যালোভেরার জেল।

 

এবং পরিমাণমতো গোলাপজল একটি পাত্রে নিয়ে ভালোভাবে গুলিয়ে মিশ্রণটি তৈরি করে নিন।

এবার মধুর ফেইস মাস্ক তুলা অথবা মুখের ব্রাশের সাহায্যে সম্পূর্ণ মুখে ভালোভাবে স্ক্রাব করে লাগিয়ে নিন।

প্রথমে ক্লক এবং তারপর এন্টি ক্লক স্টাইলে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করুন 5 থেকে 7 মিনিট।

এরপর  কাটা  শসার স্লাইস   অথবা গোলাপজলে তুলো ভিজিয়ে চোখের ওপর দিয়ে 40 থেকে 50 মিনিট শুয়ে থাকুন।

তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।

ময়েশ্চারাইজারঃ

ঘরোয়াভাবে মধুর ফেসিয়াল করার শেষ পদক্ষেপ হচ্ছে ময়েশ্চারাইজার ব্যবহার।

আপনি আপনার ত্বকের উপযোগী যেকোনো ময়েশ্চারাইজার ক্রিম হালকা ভাবে ব্যবহার করতে পারেন।

ঘরোয়া  ময়েশ্চারাইজার ব্যবহার করতে চাইলে শুষ্ক ত্বকের যত্নে অলিভ অয়েল আলমন্ড অয়েল অথবা নারকেল তেল ব্যবহার করতে পারেন।

এবং তৈলাক্ত ত্বকের যত্নে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন।

বিশেষ দ্রষ্টব্যঃ

মধুর ফেসিয়াল এর কোন উপকরণ আপনার ত্বকের জন্য এলার্জিক হলে সেটি ব্যবহার করবেন না।

মধুর ফেসিয়ালের পর কোন ধরনের মেকআপ নিবেন না অন্তত 24 থেকে 48 ঘন্টা।

মধু দিয়ে ফেসিয়াল করার পর আপনার ত্বক অত্যন্ত সংবেদনশীল হয়ে যায় তাই খোঁচানো থেকে বিরত থাকুন।

ফেসিয়ালের পর মুখে হাত দেয়ার পূর্বে হাত পরিষ্কার করে নিন অন্যথায় ইনফেকশন হতে পারে।

ফেসিয়ালের পর রোদে বা গরম স্থানে যাওয়া থেকে বিরত থাকুন।

রোদে বের হতে হলে সানস্ক্রিন এবং ছাতা ব্যবহার করুন।

দ্রুত সময়ে ত্বক ফর্সা করার জন্য এবং কাঁচের মত চকচকে করার জন্য  মাসে অন্তত একবার মধুর ফেসিয়াল করুন।

ঘরে বসে মধু দিয়ে ফেসিয়াল করলে আপনার ত্বক যেমন ফর্সা এবং কাঁচের মত চকচকে হবে ঠিক তেমনি অর্থের সাশ্রয় এবং সম্পূর্ণ প্রাকৃতিক ভাবেই ত্বকের যত্ন নেয়া হবে। তাই  অতিমাত্রায় কাচের মত চক চকে, উজ্জ্বল এবং ফর্সা ত্বক প্রাপ্তির জন্য আমাদের নির্দেশিত পন্থা অনুসরণ করে ঘরে বসেই মধুর ফেসিয়াল করুন।

ধন্যবাদ।

Leave a Comment