জবা ফুলের তেল বানানোর উপায়

চুলের যত্নে আমরা কত কিছুই না ব্যবহার করি আর চুল পড়া রোধ করতে আমাদের বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রোডাক্ট বা বিভিন্ন ধরনের ভেষজ ঔষধ ব্যবহারের অথবা ঘরোয়া টোটকা ব্যবহারের যেন শেষ নেই। সবকিছুর একটি উদ্দেশ্য সেটি হল চুলের পরিপূর্ণ যত্ন ও চুল পড়া রোধ করা। আজকে আপনাদের জন্য এমন একটি অসাধারণ ঘরোয়া পদ্ধতিতে চুল পড়া রোধের সমাধান নিয়ে এসেছি যে পদ্ধতিতে নিয়মিত ব্যবহারের মধ্য দিয়ে আপনাদের চুলপড়া ১০০% কমে যাবে। তার পাশাপাশি নতুন চুল গজাবে ও চুলের গোড়া শক্ত হয়ে পড়বে। সাথে সাথে আমাদের চুল কিন্তু সুন্দর হয়ে যাবে। এর সাথে সাথে চুলের বৃদ্ধি ও আপনার প্রত্যাশা অনুযায়ী হবে। এখন দেখে নেওয়া যাক ঘরোয়া পদ্ধতিতে কিভাবে ঘরে বসে জবা ফুলের তেল বানানো যায়।

কিভাবে জবা ফুলের তেল বানাবেনঃ

  • এজন্য প্রথমে যে সকল উপকরণ টি আপনার হাতের কাছে রাখতে হবে তা হলো লাল জবাফুল কয়েকটি, খাঁটি নারিকেল তেল।
  • এই দুটি উপকরণ হাতের কাছে থাকলে খুব সহজে জবা ফুলের তেল তৈরি করে ফেলতে পারবেন। এখন দেখা যাক কিভাবে এই তেল টি তৈরি ও ব্যবহার করবেন।
  • এটি তৈরি করতে প্রথমেই যে কাজটি করতে হবে তা হল জবাফুল ভালোমতো ধুয়ে নিতে হবে। পরিষ্কার করার পর ফুল থেকে পাপড়ি গুলো আলাদা করে ফেলতে হবে।
  • মনে রাখবেন, জবা ফুলের তেল তৈরি করার সময় জবা ফুলের মধ্যখানে যে লম্বা একটা অংশ থাকে সেটি কিন্তু নিয়ে নিতে হবে। শুধু পাপড়ি দিয়েই তেল তৈরি করতে হবে।
  • পাপড়ি গুলো যখন আলাদা করে নিবেন তারপর একটি হামানদিস্তায় এ পাপড়ি গুলো একটু তেতলিয়ে নিবেন।
  • তার পরে আপনার হাতের কাছে যে নারিকেল তেল আছে তা একটি পাত্রে নিয়ে তার উপর জবা ফুলের তেতলানো পাপড়ি গুলো দিয়ে দিবেন।
  • একটু ভালোমতো নেডে দিবেন তারপর এই মিশ্রণটি চুলার উপর একটি পাতিলে দিয়ে দিবেন।
  • চুলার আছ মিডিয়ামে রেখে এই মিশ্রণটি কে ৫-৬ মিনিট সিদ্ধ করবেন। যখন ভালো মতো সিদ্ধ হয়ে আসবে তখন সেটি বন্ধ করে পাতিল নিচে নামিয়ে রাখবেন।
  • এই মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে কোন একটি বোতলে এই তেলটি আপনি সংরক্ষণ করে রাখতে পারেন। অন্তত পক্ষে দুই সপ্তাহ সংরক্ষণে রেখে একে ব্যবহার করতে পারেন।
  • সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার এই মিশ্রণটি আপনার মাথায় লাগালে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে।
  • বন্ধুরা যেভাবে এই মিশ্রণটি আপনি মাথায় লাগাবেন, সে বিষয়ে একটু জেনে নেওয়া যাক………
  • এই মিশ্রণটি যখন আপনি মাথায় লাগাবেন শুষ্ক চুলে এই মিশ্রণটি লাগানো যাবেনা। এই মিশ্রণটি লাগানোর জন্য আপনার মাথায় সামান্য পরিমাণে পানি দিতে হবে। চুল একটু একটু যখন ভেজা হবে তারপরে এই মিশ্রণটি আপনার মাথায় ভালো করে লাগিয়ে দিবেন।
  • পাঁচ আঙ্গুল দিয়ে ভালোমতো আলতো আলতো ভাবে এই মিশ্রণটি মাথার তালুতে দিবেন, যাতে প্রত্যেকটি চুলের গোড়ায় এই মিশ্রণটি পৌঁছে যায়।
  • বন্ধুরা, গোসলের আগে এই মিশ্রণটি আপনি মাথায় লাগাবেন। অন্ততপক্ষে ২ঘন্টার জন্য এই মিশ্রণটি মাথায় রেখে দিবেন। তারপরে গোসলের সময় শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন।
  • এই মিশ্রণটি নিয়মিত ব্যবহার করলে চুল পড়া রোধ হবে। সাথে সাথে আপনার চুল গুলোকে গোড়া থেকে শক্ত করে ধরে রাখতে সাহায্য করবে।

বন্ধুরা, তাহলে দেখা গেল শুধুমাত্র একটি ঘরোয়া টিপস এর মাধ্যমে আপনার চুলের সম্পূর্ণ যত্ন নেওয়া সম্ভব হচ্ছে। তাই চুল পড়া নিয়ে আর চিন্তিত না হয়ে আমাদের দেওয়ার ঘরোয়া পদ্ধতি এই জবা ফুলের তেল দিয়ে নিয়মিত ব্যাবহার করুন আর চুল পড়া রোধ করে চুলের সৌন্দর্য বৃদ্ধি করুন। ধন্যবাদ।

Leave a Comment