সারা বছরি আমাদের চুল পড়ার সমস্যা লেগেই থাকে ।
আজ আমি আপনাদের সাথে এমন একটি রেমিডি শেয়ার করব যেটি ব্যবহারে চুল লম্বা হবে ও স্বাস্থ্যজ্জ্বল হবে ।
তবে এই রেমেড়িটি ব্যবহার করার আগে আপনাদেরকে সঠিকভাবে এই রেমেড়িটি তৈরি করে ব্যবহার করতে হবে । আপনারা যদি সঠিকভাবে এই রেমেড়িটি তৈরি করে ব্যবহার না করেন তাহলে খুব ভাল ফলাফল পাবেন না।
তাহলে চলুন এই রেমেড়িটি কিভাবে তৈরি করতে হবে তা দেখে নিন।
কাঁচা আমলকিঃ
12 থেকে 15 টি সজীব কাঁচা আমলকির বীজ ছাড়িয়ে প্রথমেই শাঁস গুলো বের করে নিন । এরপর আমলকির শাঁস গুলো ভালোভাবে ব্লেন্ড করে নিন। এরপর তাতে পরিমাণ মত পানি মিশান। এবং 2 চা-চামচ অপরিশোধিত নারিকেল তেল ভালোভাবে মিশিয়ে আমলকির মিশ্রণটি তৈরি করে নিন।
এবার মিশ্রণটি মাথার ত্বকে এবং সম্পূর্ণ চুলের ভালভাবে লাগিয়ে নিন।
মিশ্রণটি ভালোভাবে শুখানের জন্য এক ঘণ্টা সময় দিয়ে তারপর শ্যাম্পু করে নিন।
উপকারিতাঃ
আমলকিতে বিদ্যমান প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং এন্টি অক্সিডেন্ট উপাদান। চুলের গভীরে গিয়ে চলে গোড়া মজবুত করে এবং চুল পড়া শতভাগ বন্ধ করে।
এটি চুলের আগা ফাটা রোধ করে।
আমলকির এই মিশ্রণটি চুল পড়া বন্ধ করে চুলকে স্বাস্থ্যোজ্জ্বল ও রেশমি করে তুলতে সাহায্য করে।
নোটঃ
১। চুল পড়া পুরোপুরি বন্ধ করার জন্য এই রেমেড়িটি সপ্তাহে দুদিন ব্যবহার করুন ।
আর কমপক্ষে এদিকে টানা এক মাস পর্যন্ত ব্যবহার করতে হবে ।
২। এই রেমিডি ফ্রিজে রেখে ব্যবহার করবেন না