চুলের সকল সমস্যা দূর করতে এই রেমেড়ি ব্যবহার করুন

সকল সমস্যা দূর করার জন্য আজ আমি আপনাদেরকে কলা এবং এটির সাহায্যে তৈরি একটি শেয়ার করছি এই ব্যবহার করলে আপনাদের চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে এবং চুল হবে ঘন কালো লম্বা বন্ধুরা ঘন কালো লম্বা চুল আমাদের সবার পছন্দ টায় ঘন কালো লম্বা চুল করার জন্য আমাদের উচিত নিয়মিত চুলের যত্ন নেওয়া আজ আমি আপনাদের সাথে যে রেমেডি টি শেয়ার করছি তার সাহায্যে আপনারা চুলের যত্ন নিয়ে চুলকে ঘন কালো ও লম্বা করে তুলুন

কলা এবং মেথিঃ

কলা এবং মেথিতে বিদ্যমান উপাদান চুলের প্রায় সব ধরনের সমস্যার জন্য সমাধান হিসেবে ব্যবহার করা যায়।

চুলের পরিমাণ মতো কলার পেস্ট এবং মেথির গুঁড়া একটি পরিষ্কার পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে কলা এবং মেথির হেয়ার প্যাক তৈরি করে নিন।

রাতে ঘুমাতে যাবার পূর্বে হেয়ার প্যাকটি  চিরুনির সাহায্যে ভালোভাবে চুলে এবং স্ক্যাল্পে লাগিয়ে নিন।

এরপর তোয়ালে বা সবার ক্যাম্প দিয়ে চুল সমেত মাতা ভালোভাবে বেধে নিন।

সকালে উঠে প্রথমেই পরিষ্কার পানি দিয়ে চুল ধুয়ে নিন এবং তারপর শ্যাম্পু করে নিন।

নোটঃ

১। এই রেমিডিকে সপ্তাহে ২ বার ব্যবহার করবেন ।

২। এই রেমিডি ফ্রিজে রেখে ব্যবহার করবেন না ।

৩। বন্ধুরা আমি যে নিয়মে আপনাদেরকে একটি তৈরি করতে বলেছি আপনারা সঠিক নিয়ম অনুসরণ করে এই রেমিডিটি তৈরি করবেন ।

বন্ধুরা আমি আপনাদের সাথে যে রেমিডি টি শেয়ার করেছি এই রেমিডিটি কে আপনারা নিয়মিত ব্যবহার করবেন তাহলে আপনাদের চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে । আর আপনারা কেমন ফলাফল পেয়েছেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে শেয়ার করবেন

 

 

Leave a Comment