মাত্র ৩ দিনে চুলকে হাঁটু পরিমাণ লম্বা করতে এই রেমেড়ির যে কোন একটি ব্যবহার করুন

ঘন কালো লম্বা চুল সকল নারীর পছন্দ । তাই আজকে আমি আপনাদের জন্য শেয়ার করছি অত্যান্ত কার্যকর একটি রেমেড়ি । এই রেমেড়িটি ব্যবহারে চুলকে হাঁটু পরিমাণ লম্বা করতে পারবেন ।

চলুন তাহলে দেখে নিই চুলকে হাঁটু পরিমাণ লম্বা করতে এই রেমেড়িটি কিভাবে তৈরি ও ব্যবহার করতে হবে।

চুলকে হাঁটু পরিমাণ লম্বা করার রেমেড়িঃ

রেমেড়িটি তৈরির উপাদানঃ

দুটি পাকা কলা

এক কাপ নারিকেলের দুধ

২ চামচ এলোভেরা জেল ও

৪ টি ভিটামিন ই

রেমেড়িটি তৈরির ধাপঃ

প্রথমে কলার খোসা ছাড়িয়ে এর পেষ্ট তৈরি করে নিতে হবে ।

এরপর দুটি পাকা কলার পেস্ট এর সাথে নারিকেলের দুধ , এলোভেরা জেল ও ভিটামিন ই

মিশিয়ে নিলেই অত্যন্ত কার্যকরী রেমেড়িটি তৈরি হয়ে যাবে।

এরপর এটি মাথার ত্বকে এবং চুলে ভালভাবে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন।

এরপর ঠান্ডা জল দিয়ে চুল ধুয়ে শ্যাম্পু করে নিন।

নোটঃ

১। রেমেড়িটি সপ্তাহে ২ বার ব্যবহার করতে পারবেন ।

২। এটি ফ্রিজে রেখে ব্যবহার করবেন না ।

৩। রেমেড়িটি ব্যবহার করার পর চুল ভাল করে শুকিয়ে নিবেন।

 

চুলকে খুব দ্রুত লম্বা ও ঘন-কালো করতে এই হেয়ার রেমেড়িটি অত্যন্ত কার্যকরী। আপনারা চুলকে লম্বা করতে এটিকে ট্রাই করুন ।

 

 

 

 

 

 

Leave a Comment